কালিগঞ্জের ফরিদপুরে স্বামী-শাশুড়ির নির্যাতনের শিকার দুই সন্তানের জননী
তাপস কুমার ঘোষঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে স্বামী ও শ্বাশুড়ির নির্যাতনের শিকার হয়েছেন দুই সন্তানের জননী মরিয়ম বেগম। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে।
ভুক্তভোগী মরিয়ম বেগমের স্বামী ফরিদপুর গ্রামের শাহীনূর মোড়লের ছেলে মোহাম্মদ আলী (২৫) এবং শাশুড়ি মমতাজ বেগম (৪৫)-এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরেই তারা মরিয়মের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান, কবীর হোসেন ও ওই ওয়ার্ডের মেম্বার শেখ জাহিদ আলমসহ একাধিক ব্যক্তি জানিয়েছেন, মরিয়ম পূর্বেও একাধিকবার স্বামী ও শাশুড়ির নির্যাতনের শিকার হয়েছেন। বৃহস্পতিবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। নির্যাতিত মরিয়ম বেগম স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে জানানো হয়েছে।