অনলাইনকালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার রাউন্ড

মাসুদ পারভেজ কালিগঞ্জ: কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয়, খুলনা।

বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে নলতা বালিকা বিদ্যালয়কে পরাজিত করে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে তারালি মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং ওয়াকওভার পেয়ে ডা. মুজিব রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয় সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। “দুর্নীতির মূল কারণ আইনের শাসনের অভাব”—বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। বিচারক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকীর আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন ও উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদেশ কুমার মল্লিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম ও সৈয়দ মাহমুদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন প্রমুখ।

একই দিনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। আগামী ২ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সেমিফাইনাল, ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৪ ও ২৫ আগস্ট ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম রাউন্ডের প্রতিযোগিতা সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *