কালিগঞ্জের নলতায় মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদক ও মানবপাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নলতা ইউপি চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত মোঃ আজিজুর রহমান পাড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি মোঃ আব্দুর রউফ, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, খানজিয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ বাদল এবং নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আবু হাসান।
এছাড়া বক্তব্য দেন নলতা ইউপির ১নং ওয়ার্ড সদস্য মোঃ হাবিবুর রহমান, ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা সদস্য ফাতেমা খাতুন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য আম্বিয়া খাতুন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আহছান কবির টুটুল, বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী, মসজিদের ইমামসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মাদক ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।