কালিগঞ্জের নলতায় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।এছাড়াও উপস্থিত ছিলেন মাস্টার মাওলানা আনোয়ারুল ইসলাম শিক্ষক ও সাংবাদিক মাহবুবুর রহমান কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর আলম কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন,নলতা শরীফ প্রেসক্লাবের প্রচার সম্পাদক আবুল হুসাইন এছাড়াও সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করা এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।