অপরাধআইন আদালতআন্তর্জাতিকসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরায় ভারতীয় মদসহ ট্রাক, ট্রাকের চালক ও হেলপার আটক

গাজী হাবিব: সাতক্ষীরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্যসহ একটি ট্রাক, ট্রাকের চালক ও হেলপার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক হওয়া ট্রাকের চালকের নাম আমোদ আলী গাজী (২৮) ও সহকারী চালকের নাম মোহিনুর মোল্লা (৪৫)। তারা উভয়ই ভারতীয় নাগরিক। উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা পিরালী গাজীর ছেলে আমোদ আলী গাজী আর চালকের সহকারী মোহিনুর মোল্লা একই এলাকার বাসিন্দা মোহরদ্দিন মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যার পর সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে এ আটকের ঘটনা ঘটে।

ভোমরা স্থলবন্দরের বিজিবি চেকপোস্টে ভারত থেকে আগত একটি ট্রাক (নং WB- 29A3319) তল্লাশির সময় ট্রাকের ভেতর থেকে তিন বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার করা হয়। এসময় তাদের নিকট থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বিজিবির হিসেবে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য: ৩ বোতল ভারতীয় মদ: ৪,৫০০ টাকা, মোবাইল ফোন ২টি: ৩৫,০০০ টাকা এবং একটি ট্রাক: ৭০,০০,০০০ টাকা ধরা হয়েছে। যার মোট সিজারের মূল্য দাঁড়ায় ৭০ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।

বিজিবি অধিনায়ক জানান, জব্দকৃত মাদকদ্রব্য, মোবাইল ফোন ও ট্রাকসহ আটককৃত দুইজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *