কালিগঞ্জে জামায়াতের যুব বিভাগের নির্বাচনী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নির্বাচনী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টায় কালিগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ শিবিরের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম। সেক্রেটারি জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আন্দোলনে কর্মীদের সাহস, ত্যাগ ও সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কর্মীদের আত্মত্যাগ ও নিষ্ঠার মাধ্যমেই সংগঠন শক্তিশালী হয়ে ওঠে।
অন্যান্য বক্তারা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।