পাটকেলঘাটা থানায় কর্মরত পুলিশ অফিসারের মেধাবী মেয়েকে মেধাবৃত্তি ও সম্মাননা
স্টাফ রিপোর্টার: পাটকেলঘাটা থানায় কর্মরত পুলিশ অফিসার এসআই কাছেদ মুন্সীর একমাত্র মেয়ে কানিজ ফাতেমা লাবণ্য বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি সম্মাননা অর্জন করেছেন। খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি তাকে সম্মাননা ক্রেস্ট, মেধাবৃত্তি সনদপত্র ও আর্থিক প্রণোদনা প্রদান করেন।
লাবণ্য ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ওই কলেজ থেকেই এইচএসসি ২০২৫ পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, এসআই কাছেদ মুন্সীর মেধাবী কন্যা লাবণ্য আমাদের জন্য গর্বের বিষয়। তিনি লাবণ্যের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।