অপরাধআইন আদালতকলারোয়াযশোরশার্শাসাতক্ষীরা জেলাসারাবাংলা

কলারোয়ার স্বর্ণ চোরাকারবারি ৫টি স্বর্ণের বারসহ যশোরে আটক

হাসানূল কবীর, শার্শা: যশোরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ মোঃ আফছার আলী (৪৫) নামে একজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক আফসার আলী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাধীন ঝিকরা গ্রামের আনোয়ার এর ছেলে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে যশোর ৪৯ বিজিবি’র একটি টহলদল উক্ত স্বর্ণের চালান সহ তাকে আটক করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটকের পর দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৫টি স্বর্ণের বার (ওজন ৬৬৩ গ্রাম) জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৯১২ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকার মোট সিজার মূল্য ৯৭ লাখ ৭৬ হাজার ৯৬৮ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আফছার আলী জানায়, ঢাকার কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ গুলো আনছিল।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *