শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, মৎস অবমুক্ত, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান
হাসানূল কবীর, শার্শা: অভয়াশ্রম গড়ে তুলি – দেশি মাছে দেশ ভরি- প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) শার্শা উপজেলা কমপ্লেক্স ভবন কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্য চাষি, মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান উদ্বোধনের পর শার্শা উপজেলা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শার্শা বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এবং মৎস চাষ সম্পর্কে আলোচনা সভা ও সভা শেষে মৎস চাষীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। মৎস্য চাষ এবং আমদানি-রপ্তানিতে বিশেষ অবদানের জন্য এবছর শার্শা উপজেলার বাগআঁচড়ার ‘জনতা ফিস’ এর স্বত্বাধিকারী কুদ্দুস আলী বিশ্বাস ‘মৎস চাষ ও বাণিজ্যে’ শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করায় তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। বিশিষ্ট মৎস চাষী ও ব্যবসায়ী কুদ্দুস আলী বিশ্বাস দীর্ঘদিন ধরে মিঠাপানির পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ, বিভিন্ন প্রজাতির মাছ আমদানি ও রপ্তানি করে দেশে মাছের চাহিদা পূরণের পাশাপাশি সরকারি রাজস্ব খাতে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।