সাতক্ষীরার সীমান্তে বিজিবির হাতে ১০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৭ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, কাকডাঙ্গা, পদ্মশাখরা, ভোমরা, তলুইগাছা এবং চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে মাদরা, গোবিন্দকাঠি, গেড়াখালী, মন্দির মোড়, লক্ষীদাড়ি, নটিজঙ্গল ও চান্দুরিয়া মাঠ এলাকা থেকে ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ আটক করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭হাজার ৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয় জনগণ বিজিবির এমন দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানের প্রশংসা করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।