মাসিক সঞ্চয় তহবিলে ৭ হাজার টাকা চালুকরাসহ ৭ দফা দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার: মাসিক সঞ্চয় তহবিলে ৭ হাজার টাকা চালুকরাসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরার সাধারণ আইনজীবীরা।
রোববার দুপুরে সাতক্ষীরা আইনজীবী সমিতির দ্বিতীয় তলার ৪র্থ ভবনের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এড. মো: আকবর আলী। এসময় আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন, পিপি এড. শেখ আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার মন্ডল, নারী শিশু পিপি আলমগীর আশরাফ, এড. এবিএম সেলিম, এড. নূরুল ইসলাম, এড. মোস্তফা জামান, এড. ইব্রাহিম হোসেন, এড. নূরুল আমিন, এড. শাহরিয়া হাসীব, এড. জি এম ফিরোজ আহমেদ,এড. এবিএম ইমরান হোসেন শাওন, এড. সিরাজুল ইসলাম-৫, এড. জিয়াউর রহমান, এড. মাগফুর রহমান, এড. সরদার সাইফ, এড. সোহরাব হোসেন বাবলু, এড. আসাদুর রহমান আসাদ, এড. আইয়ুব হোসেনসহ শতাধিক আইনজীবী।
তিনি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কাছে ৭ দফা জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
দাবি সমূহ হলো: মাসিক সঞ্চয় তহবিল ৭ হাজার টাকা, নতুন আইনজীবীদের জন্য সঞ্চয় তহবিল সমপরিমান হবে। অনিয়মিত আইনজীবীগণের ভোটার তালিকায় নাম থাকবে, তবে আইনজীবী সমিতির সুবিধা পাওয়ার ক্ষেত্রে সাধারণ সভার সিদ্ধান্তের প্রতি সমর্থন থাকবে। হাইকোর্টে যারা আইনজীবী হিসাবে কর্মরত তাদের সকলের মাদার হচ্ছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি। তাদের নিয়মিত আইনজীবী থেকে বাদ দেওয়া যাবে না। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে যারা টাকা আত্মসাৎসহ দুর্নীতির সাথে জড়িত তাদের নামের তালিকা তৈরি করে বিচারের আওতায় আনতে হবে।
ইতোমধ্যে যারা ৪০ বছরের উর্দ্ধে বয়স হওয়া স্বত্বেও সঞ্চয় তহবিল দেওয়া হয়েছে, তাদের বাদ না দিয়ে নতুন যোগদানের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য হওয়া বাঞ্চনীয় এবং সমিতির নির্বাচনের ক্ষেত্রে বয়স সীমা বাতিল করতে হবে।