সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ২৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ এবং বিভিন্ন ব্রান্ডের ৫২টি ভারতীয় মোবাইল ফোনসহ প্রায় ২৫ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, ঘোনা, সুলতানপুর, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, চান্দুরিয়া, তলুইগাছা, মাদরা, কালিয়ানী এবং হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান চালানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার গোবরপোতা এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। অন্যদিকে ঘোনা বিওপির দল ফকিরের মোড় এলাকা থেকে ৫২টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।
এছাড়াও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাড়ি, ঔষধসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ২৫ লাখ ৫১ হাজার টাকা।
বিজিবি জানায়, আটককৃত পণ্যসমূহ শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এতে দেশের শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
স্থানীয় জনগণ বিজিবির এ ধরণের অভিযানকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।