অনলাইনআন্তর্জাতিকযশোরশার্শা

শার্শা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশইন করেছে বিএসএফ

হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত দিয়ে রাতের আঁধারে ১ জন ভারতীয় নাগরিকসহ ২ জন বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বহিনী (বিএসএফ)। তারা হলো- খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়ার মৃত শহিদ শেখ এর ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখ এর ছেলে আনোয়ার হোসেন (২৫)।

শনিবার (১৬ আগস্ট) ভোররাত ৩টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে বাংলাদেশে পুশইন করে।

আটক শাহিন শেখ জানায়, দীর্ঘদিন তারা দুইভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতো। গত ৫ই আগস্ট সেখানকার পুলিশ তাদেরকে আটক করে মোস্তফাপুর বিএসএফ ক্যাম্পে পাঠিয়ে দেয়। সেখানে কয়েকদিন আটক রাখার পর আজ ভোররাত ৩টার দিকে বাংলাদেশে পার করে দিয়েছে। তাদের সাথে থাকা ভারতীয় নাগরিক সম্পর্কে বলে, সে তাদের পূর্বপরিচিত নয়, বিএসএফ ক্যাম্পে তার সাথে রাখা হয় এবং একসাথে পার করে দিয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে ডিউটিকালে নারিকেল বাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে ৩ জনকে হাঁটতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তারা জানায়, ভারতীয় বিএসএফ সীমান্তের তাঁরকাটার বেড়া পার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *