শার্শায় বাসের ধা’ক্কা’য় ভ্যানচালক নি’হ’ত
হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শায় বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। এবং ওই ভ্যানে থাকা যাত্রী নুর ইসলাম (৫৫) মারাত্মক আহত হয়েছেন। নিহত আব্দুল হামিদ শার্শা উপজেলাধীন কন্যাদহ গ্রামের মৃত আব্দুর সাত্তারের ছেলে।
শনিবার (১৬ আগস্ট) দুপুর ৩ টার দিকে শার্শা বাজারে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত ভ্যানটির চালক যাত্রী নিয়ে শার্শার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে শার্শা বাজারে পৌঁছাইলে বেনাপোল থেকে ছেড়ে আসা ফেম পরিবহণের একটি বাস দ্রুতগতিতে পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক আব্দুল হামিদ ও যাত্রী নুর ইসলাম ভ্যান থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়েন এবং এতে তারা মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক হামিদকে মৃত ঘোষণা করেন এবং নুর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করেন।
এবিষয়ে নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, বাসের চালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।