অনলাইনখেলাধূলাজাতীয়সাতক্ষীরা জেলাসারাবাংলা

দেশসেরা ক্রীড়া সংগঠক অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার মীর রিপন

স্টাফ রিপোর্টার: ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশসেরা ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে “এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড -২০২৫” পদকে ভূষিত হয়েছে জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন।

এছাড়া সাবেক ক্রিকেটার জেলার আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক, একজন সফল উদ্যোক্তা, জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনে কোষাধ্যক্ষ পদে আছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্র ২য় তলায় বাংলা মটর ঢাকায় স্মার্ট উদ্যোক্তা ফোরামের আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

নরসিংদীর মনোহরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম ফারুকের সভাপতিত্বে ‘মানবিক রাষ্ট্র গঠনে আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভায় ও এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- ২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আপিল বিভাগের বিচারপতি মো. জয়নুল আবেদীন।

এর আগে “এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৫” উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. মো. কামাল উদ্দিন আহাম্মদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *