খেলাধূলাসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল ও প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের বার্ষিক কাউন্সিল অধিবেশন ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা স্টেডিয়াম ভবনে বার্ষিক কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের আয়োজনে সংগঠনের সভাপতি সেখ অলিউল ইসলামের সভাপতিত্বে এবং সঞ্জয় সরকার ও এমআর মোস্তাকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব মো. আবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস,কিংবদন্তী ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেতার ও টিভির জাতীয় ধারাভাষ্যকার সামসুল ইসলাম।

কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজেক্রীজে আহবায়ক কমিটি সদস্য ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, খুলনা বিভাগীয় আম্পায়ারস্ এন্ড স্কোরাস্ এসোসিয়েশনের সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল, ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, ডিএফ এ কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলি, ঈদুজ্জামান ইদ্রিস, জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন, সিনিয়র ধারাভাষ্যকার জিএম সিরাজুল ইসলাম, জুয়েল আহমেদ ঝিনুক, সেলিম রাজা তুষার প্রমুখ।

পরে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন ক্রীড়া জগতের কিংবদন্তী ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেতার ও টিভির জাতীয় ধারাভাষ্যকার সামসুল ইসলাম। এসময় জেলার সাতটি উপজেলা থেকে প্রায় ৬০জন ধারাভাষ্যকার এই প্রশিক্ষণ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *