অনলাইনঅপরাধআইন আদালতকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে স্বামীকে আটকে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে স্বামীকে শ্বশুরবাড়িতে আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয় চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হলেন কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের মো. রুহুল আমিন সরদারের ছেলে আলামিন সরদার। জীবিকার তাগিদে তিনি প্রায় নয় মাস বিদেশে অবস্থান করেন। দেশে ফেরার পর জানতে পারেন, তার স্ত্রী মোছা. ফাতেমা খাতুন (পিতা মাহমুদ আলী গাইন, গ্রাম গোমানতলী, শ্যামনগর) বাবার বাড়িতে রয়েছেন।

গত ১৭ জুলাই স্ত্রী ও কন্যাকে বাড়ি ফিরিয়ে আনতে গেলে শ্বশুরবাড়িতে প্রবেশের পর স্ত্রী ফাতেমা খাতুন, শাশুড়ি জুলেখা বেগম ও মামাশ্বশুর আতাউর রহমান মিলে তাকে ঘরের ভেতরে আটকে রাখেন।

ভুক্তভোগীর অভিযোগ, এ সময় ঘরের দরজা বন্ধ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমান করা হয়। একপর্যায়ে মামাশ্বশুর আতাউর রহমান প্রকাশ্যে তাকে মারধর করেন। পরে এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি খবর পেয়ে আলামিনকে উদ্ধার করেন।

অভিযোগে আলামিন উল্লেখ করেছেন, বর্তমানে তিনি প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। এ ঘটনায় তিনি ন্যায়বিচারের স্বার্থে স্থানীয় চেয়ারম্যানের কাছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *