আশাশুনিতে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি খোকন গ্রেপ্তার
আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি খোকনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৬ আগস্ট) আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআই রাজীব মন্ডল, এএসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ আশাশুনি থানার ধর্ষণ মামলা নং-১১ (০৮) ২৫ এর এজাহারনামীয় আসামী উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মৃত তমিজ উদ্দীন সরদারের ছেলে কওছার আলী ওরফে খোকন সরদার (৫৪) কে প্রতাপনগর তালতলা বাজার হতে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার সকালে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, প্রতাপনগর ইউনিয়নের শারীরিক ও বাক প্রতিবন্ধী মেয়েকে (১২ আগস্ট) মঙ্গলবার খোকনের নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়।