অনলাইনরাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার লাবসা ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা সদর লাবসা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট বেলা ১২ টা থেকে লাবসা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য, ও সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে সম্মেলন পর্যবেক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সংসদীয় আসন সাতক্ষীরা-০২ এর টিম লিডার ডাঃমনিরুজ্জামান , জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ বাবলু।জেলা বিএনপির সদস্য এ্যাড. নূরুল ইসলাম, সদস্য আতাউর রহমান সহ আরো অনেকে নেতৃবৃন্দ।

এ সময় ডাঃ মনিরুজ্জামান বলেন, আমরা বর্তমান জেলা কমিটির ফেব্রুয়ারি ২ তারিখে জেলা কমিটিকে অনুমোদন দেয়া হয়, এবং আমাদের নির্দেশনা দেয়া হয়, আমরা যেন তৃণমূল থেকে আমাদের সংগঠনকে গুছিয়ে নিয়ে আসি পর্যায়ক্রমে কাউন্সিলর নির্বাচন দিয়ে আমাদের নেতৃবৃন্দ তুলে নিয়ে আসি আমরা এখানে ৪ আসনে জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি হবে। সাতক্ষীরা সদর আসনের লাবসা ইউনিয়নের কাউন্সিল কার্যক্রম শুরু হয়েছে। এই ইউনিয়নের ওয়ার্ড টু ওয়ার্ডের নির্বাচন হচ্ছে, আমরা এখানে সাতক্ষীরা জেলা বিএনপি নেতৃবৃন্দ আমরা প্রত্যেকটি বুথ পরিদর্শন করলাম প্রত্যেকটি বুথে উৎসাহ আনন্দের সঙ্গে তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করছে এবং পুরো শান্তিপূর্ণভাবে এখানে কার্যক্রমটি পরিচালনা আছে। একটা কথা বলতে চাই বিগত ১৬ বছর গণতান্ত্রিক কার্যক্রমে অভ্যস্থ ছিলনা বাংলাদেশের মানুষ তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি, আমাদের নেতা তারেক রহমান আমাদের দলের মধ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করার জন্য বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *