সাংবাদিক জলিলের মামার মৃত্যুতে প্রেসক্লাবের শোকজ্ঞাপন
সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিনিয়র সাংবাদিক আব্দুল জলিলের মামা তলুইগাছা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার সকালে মারা গেছেন। (ইন্নালিল্লাহ—রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর রাস্ট্রীয় মরযাদায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার রুহের মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য সংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমুন, সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার। প্রেস বিজ্ঞপ্তি