দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কালিগঞ্জে বিএনপির ৫ নেতাকর্মী বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন শাখার বিএনপি’র পাঁচ নেতা-কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাতে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া ব্যক্তিরা হলেন, জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন শাখা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সার্চ কমিটির সদস্য আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, বিএনপি কর্মী ইব্রাহিম খলিল, লিটন ও সাইফুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট কালীগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের ৯ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্ধারণে গণতান্ত্রিকভাবে গ্রহণকৃত ভোটে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সময় তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ভোটে বাধা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের সুনাম ক্ষুণ্ণ এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় শীর্ষ নেতাদের কাছে পাঠানো হয়েছে।