তালায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধবিক্রি: টাস্কফোর্স অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা
গাজী হাবিব: জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ এবং ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি বন্ধে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর উদ্যোগে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার তালা উপজেলার তালা বাজার এলাকার একাধিক ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের নির্দেশনায় এ অভিযানে অংশ নেয় বিজিবি, ঔষধ প্রশাসন অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিস ও পুলিশ প্রশাসন।
জানা যায়, তালা বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং চিকিৎসকদের জন্য বিনামূল্যে সরবরাহকৃত ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি স্বরূপ।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার। বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবির) সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে ২০ জন সদস্য। এছাড়া ঔষধ প্রশাসনের ওষুধ পরিদর্শক মো. বাশারাফ হোসেন ও পাঁচজন পুলিশ সদস্য অংশ নেন।
অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর বিভিন্ন ধারায় মোট ৭টি ফার্মেসীর মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে—
মেসার্স জোহরা ফার্মেসীর মালিক জাকারিয়া হোসেনকে ৩ হাজার টাকা, মেসার্স আবিরোন ফার্মেসীর মালিক মো. আনিসুর রহমানকে ৫ হাজর টাকা, মেসার্স মদিনা ফার্মেসীর মালিক মো. মামুনকে ৫শত টাকা, মেসার্স তাসা ফার্মেসীর মালিক মো. আবু সাঈদকে ২ হাজার টাকা, মেসার্স সাচ্চু মেডিসিন হাউজের মালিক সুনীল কুমার দাশকে ২ হাজার টাকা, মেসার্স নওশাদ ফার্মেসীর মালিক মাকসুদুল হাসানকে ৫ শত টাকা, মেসার্স সাবা ড্রাগ হাউসের মালিক মো. নেছার উদ্দীনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপস্থিত জনসাধারণ বিজিবির এ উদ্যোগের প্রশংসা করে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিজিবির এই টাস্কফোর্স অভিযান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।