অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

গাজীপুরে তুহিন হত্যার প্রতিবাদে ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে কালিগঞ্জে মানববন্ধন

মাসুদ পারভেজ/ তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দেশের সাংবাদিকদের পেশাগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে কালিগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা হামলা, হত্যা, মামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এটি গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি।

বক্তারা দ্রুত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের জন্য কার্যকর রাষ্ট্রীয় নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নের জোর দাবি তোলেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, জাতীয় সংবাদ সাংবাদিক সংস্থার সভাপতি ও কালিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, সদস্য হাবিবুল্লাহ বাহার, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিমুল হোসেন, শাহাদাত হোসেন, আলমগীর হোসেন, আরাফাত আলীসহ সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *