কালিগঞ্জ উপজেলা তরুণ দলের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা তরুণ দলের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাতক্ষীরা জেলা তরুণ দলের আহ্বায়ক সুলতান মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম এবং ১ নং সিনিয়র সদস্য জাহিদ ইকবাল স্বাক্ষরিত একপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে সাংগঠনিকভাবে শক্তিশালী, গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিতে আবু হুসাইন সোহাগকে সভাপতি, মো. শাহিনুর আলমকে সাধারণ সম্পাদক এবং মো. ওলিউল্লাহ ওলিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া শাহ আলমকে সিনিয়র সহ-সভাপতি করে আরও ১৮ জনকে সহ-সভাপতি করা হয়েছে।
হোসাইন আজাদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এবং ১৯ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। একই সঙ্গে ৯ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া সাইদুল ইসলাম গাজীকে প্রচার সম্পাদক, শেখ মেহেদী হাসানকে সহ-প্রচার সম্পাদক, সোহানুর রহমানকে দপ্তর সম্পাদক, জাকির হোসেনকে সহ-দপ্তর সম্পাদক, ইব্রাহিমকে সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, আবু বক্কর সিদ্দিককে যুব বিষয়ক সম্পাদক, নাঈমুর রহমানকে ছাত্র বিষয়ক সম্পাদক, আব্দুর রহমানকে অর্থ বিষয়ক সম্পাদক, সাকিব আহমেদকে ক্রীড়া বিষয়ক সম্পাদক, রবিউল ইসলামকে সহ-ক্রীড়া সম্পাদক, সাকিব হোসেনকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আরিফুল ইসলামকে তথ্য ও গবেষণা সম্পাদক, কাজী শাহীন হোসেনকে প্রকাশনা সম্পাদক, বিধু গাইনকে কোষাধ্যক্ষ, সুমন হোসেনকে সহ-কোষাধ্যক্ষ, আসিফ হোসেনকে স্বনির্ভর বিষয়ক সম্পাদক, হালিমাকে মহিলা বিষয়ক সম্পাদক, শেখ সজীবকে শিক্ষা বিষয়ক সম্পাদক এবং এড. শাহিনুর রহমানকে আইন বিষয়ক সম্পাদক করা হয়েছে।
বাকি ১১ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।