শিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা-৯৩ এর উদ্যোগে এসএসসি পাশকৃত কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৯৩ এর উদ্যোগে এসএসসি-২০২৫ পাশকৃত কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা সরকারী কলেজ রোড সংলগ্ন সরদার প্লাজার ২য় তলায় মঙ্গলবার সন্ধ্যায় ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সন্তানদের মধ্যে এবার যারা এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত এমন তিন জনসহ মোট ২০ জনকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মনিরুজ্জামান মহসিনের সভাপতিত্বে এবং সাতক্ষীরা’৯৩ এর বন্ধু মোফাজ্জেল হোসেন’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ‘৯৩ এর বন্ধু মোঃ হাবিবুল্লাহ, মোঃ সাব্বির হোসেন, তৌফিকুর রহমান, এড. জাহিদ মাসুদ, মাহমুদ হোসেন রুমন, মোঃ ইলিয়াস ইকবাল, শাহনাজ পারভীন, সেহেলী পারভীন শিল্পী, আব্দুল কাদের, আমিনুল হক সান্টু, জাহাঙ্গীর আব্দুল্লাহ, শামসুদ্দোহা, ইদ্রিস আলী শোভন, বখতিয়ার হাসানসহ অন্যান্যরা।

পরে কৃতি সন্তানদের অভিভাবকদের পক্ষ থেকেও অনুষ্ঠানে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *