সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৪০ বোতল মদসহ ৯ লাখ টাকার পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ প্রায় ৮ লাখ ৯৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৩ আগস্ট (বুধবার) সকাল থেকে বিকেল পর্যন্ত ৩৩ বিজিবি ব্যাটালিয়নের কুশখালী, মাদরা, তলুইগাছা, হিজলদী, সুলতানপুর, গাজীপুর, চান্দুরিয়া, কাকডাঙ্গা, ভোমরা বিওপি ও ব্যাটালিয়ন সদর কর্তৃক এসব অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা ও মাদরা বিওপির দল পৃথক অভিযানে ঘোষপাড়া ও শ্মশান এলাকা থেকে মোট ৪০ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে ভারতীয় শাড়ি ও বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধসহ মোট ৮ লাখ ৯৮ হাজার টাকার পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা হচ্ছিল। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হবে এবং মাদক দ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের পর জনসম্মুখে ধ্বংস করা হবে।
স্থানীয়রা বিজিবির এসব অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।