কলারোয়ায় অবৈধ ড্রিংকিং ওয়াটার কারখানায় বিজিবির টাস্কফোর্স অভিযান
গাজী হাবিব: কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) উৎপাদনকারী দুই কারখানায় টাস্কফোর্স অভিযান চালিয়েছে বিজিবি।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের সার্বিক নির্দেশনায় বিজিবি, বিএসটিআই কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অমান্য করে ক্ষতিকর ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ, এসি ল্যান্ড, কলারোয়া। উপস্থিত ছিলেন ১৫ জন বিজিবি সদস্য, বিএসটিআই খুলনার ফিল্ড অফিসার মোঃ আব্দুল মান্নান ও ৫ জন পুলিশ সদস্য।
অভিযানে “ফাতেমা রিফ্রেশ ড্রিংকিং ওয়াটার” এর মালিক রেজাউল ইসলাম এবং “জাকারিয়া এন্টারপ্রাইজ” এর মালিক ইনজামামুল হাবিবকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বাস্থ্য রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানায় স্থানীয়রা।