অপরাধ নিয়ন্ত্রণে শ্যামনগরের মুন্সিগঞ্জে বিট পুলিশিং সভা
ইসমাইল হোসেন, শ্যামনগর: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে.. শ্যামনগর থানার আয়োজনে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে বুধবার (১৩ অগস্ট) বিকাল ৪ টায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখ শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ নৌপুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার সেলিম মোল্লা, মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়তের আমির আবুল হোসেন গাজী,মুন্সিগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের প্রাক্তন সভাপতি আমির হামজা আবু, যুবদলের আহ্বায়ক মাসিদুর রহমান বাবু, সি: যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান মোড়ল, আনিসুর রহমান, ইউপি সদস্য আব্দুল জলিল, প্রাক্তন ইউপি সদস্য ফজলুর হক। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন দলের নেতাকর্মী সহ স্থানীয় জনসাধারণ।
প্রধান অতিথি বলেন, মাদক নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সমন্বয়ে আপনারা সর্বদলীয় ব্যক্তিদের নিয়ে একটি মাদক বিরোধী কমিটি দ্রুত আমার নিকট জমা দিবেন। আমি যাচাই-বাছাই করে অনুমোদন দিব। মাদক যেমন যুব সমাজকে ধ্বংস করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে জুয়াড়িরা। জুয়ার মাধ্যমে যে টাকা খরচ করে সম্পূর্ণ টাকাই বিদেশে চলে যায়। এভাবে দেশের অর্থনৈতিক ক্ষতি সাধিত হচ্ছে।
তিনি আরো বলেন, কোন চাঁদাবাজকে ছাড় নয়। আপনারা আইন হাতে তুলে নিয়ে কোন মব সৃষ্টি করবেন না। মবের বিরুদ্ধে আমি অত্যন্ত কঠোর পদক্ষেপ নেব। কোন সমস্যা হলে আপনারা আমাকে জানান।
তিনি বলেন, গত (৫ই আগস্ট ২০২৪) সন্ধ্যায় শ্যামনগর থানার ২টি পুলিশের টহল গাড়ি এবং থানার অস্ত্র লুট করার কোন প্রয়োজন ছিল না। আমাকে একটি গাড়ি নতুন করে সংগ্রহ করতে হয়েছে। সংকট কাটিয়ে শ্যামনগর থানা পুলিশ ঘুরে দাঁড়িয়েছে এবং তারা যথাযথ ভাবে দায়িত্ব পালন করছে। সুন্দরবনে বনদস্যুদের ব্যাপারে কোন তথ্য জানতে পারলে আপনারা গোপনে আমার সাথে দেখা করে তথ্য জানাবেন। স্থানীয় যারা চড়া সুদের ব্যবসা করে তাদের ব্যাপারেও আমাকে তথ্য দিবেন।