সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি ও যুবদলের ৩ নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক এড. রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- জেলার শ্যামনগর সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোতালেব হোসেন খাঁ, শ্যামনগর পৌর বিএনপির সার্চ কমিটির সদস্য মফিজুর রহমান মফু এবং বিএনপি কর্মী সলতে বাবু।
চিঠিতে বলা হয়েছে, গত ২৫ জুলাই ওয়ার্ড কাউন্সিল চলাকালে ভোটে বাধা দেওয়া, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ বলেন- দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দলকে ভালোবাসলে দলের নীতি ও আদর্শ মেনে চলতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন ওয়ার্ড কাউন্সিলকে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে অধিবেশন স্থগিত করেন জেলা বিএনপির নেতারা।