অপরাধশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগর উপকূলীয় বেড়িবাঁধে বসানো অবৈধ পাইপ উচ্ছেদে অভিযান

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভাঙনরোধে বাঁধ ছিদ্র করে বসানো অবৈধ পাইপ অপসারণ শুরু করেছে পাউবো কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২আগস্ট) উপকূলীয় শ্যামনগর উপজেলার আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে বেড়িবাঁধের মধ্য দিয়ে স্থাপিত অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার কর্মকর্তারা।

অভিযানকালে সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মোহাঃ ইমরান সরদার, উপ সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্যগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযানে আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে বেড়িবাঁধের ভিতর দিয়ে পানি প্রবাহের জন্য স্থাপিত একাধিক অবৈধ পাইপ অপসারণ করা হয়। এসব পাইপ বেড়িবাঁধের স্থায়িত্ব ও সুরক্ষার জন্য হুমকি স্বরূপ এবং ভাঙনের ঝুঁকি বাড়ায় বলে জানান পাউবো কর্তৃপক্ষ।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকায় পাউবোর বেড়িবাঁধ ছিদ্র করে পাইপ বসানোর কারণে বাঁধের ক্ষতি হচ্ছে। যে কারণে বিভিন্ন পোল্ডারের বাঁধে প্রায়শ ভাঙন দেখা দিচ্ছে। ফলে বর্তমান সরকার বেড়িবাঁধ ছিদ্র করে বসানো সব অবৈধ পাইপ অপসারণের উদ্যোগ গ্রহণ করেছে। এরই আলোকে নিয়মিতভাবে সাতক্ষীরা জেলায় এই পাইপ উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।

পাউবো’র উপবিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার উপকূলীয় এলাকায় বেড়িবাঁধে বসানো পাইপ অপসারণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান সফল হয়েছে এবং এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি পাউবোর বেড়িবাঁধে অবৈধভাবে এসব পাইপ বসিয়ে মাছ চাষ ও অন্যান্য কাজে ব্যবহার করছিলেন। একারণে উপকূল রক্ষা বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হচ্ছিল। অভিযান শেষে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেড়িবাঁধ সুরক্ষায় নিয়মিত নজরদারি অব্যহত রাখার দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *