অনলাইনঅপরাধআইন আদালতযশোরশার্শাসারাবাংলা

শার্শার ইয়াবা সম্রাট আমজাদ থেকে গেল ধরাছোঁয়ার বাইরে

স্টাফ রিপোর্টার: অপ্রতিরোধ্য যশোর জেলার শার্শা উপজেলার ইয়াবা সম্রাট আমজাদ থেকে গেল ধরাছোঁয়ার বাইরে৷ (সাতক্ষীরা ও যশোর সীমান্তে) বাড়ী হওয়ায় আমজাদ হোসেন দুই জেলায় ইয়াবার খুচরা ও হোলসেল ডিলার এবং মাদকের গডফাদার হিসাবে পরিচিত থাকলেও প্রশাসন তাকে এখনো তাকে টাচ করতে পারেনি। সে বলে আমি প্রশাসনকে টাকা দিয়ে ব্যবসা করি তারা আমারে কিছুই করতে পারবে না। সে শার্শা উপজেলার ৭ নং কাইবা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাইবা গ্রামের হোসেন আলীর ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন অভিযোগ করে বলেন আমজাদ বিগত ১০/১৫ বছর যাবত ইয়াবাসহ যাবতীয় মাদকের ব্যবসার সাথে জড়িত রয়েছে সে ইয়াবা খুচরা বিক্রির পাশাপাশি পাইকারী বিক্রি করে। সে মাদক ব্যবসা করে আজ কোটিপতি বনে গেছে। রাস্তায় তার নিজস্ব কয়েকটি বাস চলে। এতো টাকা সে পেল কোথায় এলাকাবাসী প্রশ্ন তুলেছেন। তারা আরও অভিযোগ করে বলেন আমজাদ ভারতীয় সকল মাদক এবং মায়ানমার থেকে লক্ষ লক্ষ পিচ ইয়াবা আমদানি করে পাইকারি বিক্রি করে দেশের বিভিন্ন জেলায় তার মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছেন ।

এছাড়াও সে যশোর সাতক্ষীরাসহ খুলনা বিভাগের সমস্ত যায়গায় ইয়াবার চালান পৌছে দেওয়ার কারবার করার পাশাপাশি আমজাদ নিজ বাড়িতে নিয়মিত ইয়াবা বিক্রি করছে বলে গোপনসূত্রে জানা গেছে। সাংবাদিক পরিচয়ে এই বিষয়ে আমজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এখন আর ইয়াবার ব্যবসা করিনা। এগুলো আমি আরও ৫/৭ বছর আগে ছেড়ে দিছি। আমার নামে মাদক মামলা ছিল অনেকগুলো নাশকতা মামলা ছিল সেগুলো সব মিটে গেছে। এখন আমি আর মাদক ব্যবসা করিনা। আমি এখন গাড়ির ব্যবসা করি। সাতক্ষীরা যশোর রোডে আমার বাস চলে। আমি বাস মালিক সমিতির সদস্য। আপনাকে কে অভিযোগ দিছে তার নাম ঠিকানা দেন। আমি যে ইয়াবা ব্যবসা করি তার ছবি দেন, প্রমান দেন তারপর বলবেন। আপনাকে যে অভিযোগ দিছে সে কি হাজি সাহেব নাকি মসজিদের ইমাম? বলে ফোন কেটে দেন।

এদিকে নাম পরিচয় গোপন রেখে ৩০ জুন সোমবার সকাল ১১ টায় +৮৮০৯৬৯১৬৪২০৪৯ নং থেকে এই প্রতিবেদককে মাদক কারবারি আমজাদের এক সহযোগী এই নিউজ কেন করছেন তার কৈফিয়ত চায় এবং যশোরে দেখা করতে হুমকি দিয়ে বলে আপনার নাম ঠিকানা বের করতে সময় লাগবে না। বেশি বাড়াবাড়ি করলে আপনার বিপদ হবে বলে জানান। বিষয়টি খতিয়ে দেখতে এলাকাবাসী সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *