সাতক্ষীরায় ২০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তের পদ্মশাখরা, মাদরা, চান্দুরিয়া, সুলতানপুর, ঝাউডাঙ্গা, কাকডাঙ্গা, ভোমরা ও বৈকারী বিওপি এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ মোট ৬ লক্ষ ৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ওষুধ, শাড়ি, বোরকা ও অন্যান্য পণ্য আটক করা হয়। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা হচ্ছিল বলে জানা গেছে।
আটককৃত মাদক দ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয় জনগণ এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য বিজিবিকে ধন্যবাদ জানিয়েছেন।