সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ বোতল মদসহ ৬.৩৯ লাখ টাকার পণ্য জব্দ
গাজী হাবিব: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ৮৫ বোতল ভারতীয় মদসহ প্রায় ৬ লাখ ৩৯ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটেলিয়ন (৩৩ বিজিবি)R কাকডাঙ্গা ও ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার গেড়াখালী ও হঠাৎগঞ্জ এলাকা থেকে যথাক্রমে ৪৫ ও ৪০ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়া সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে ভারতীয় শাড়ি, বোরকা ও ঔষধসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
জব্দ পণ্যের মধ্যে— ভারতীয় ঔষধ: প্রায় ৩.৫০ লাখ টাকা, ভারতীয় শাড়ি: প্রায় ১.২৩ লাখ টাকা, ভারতীয় বোরকা: ৩৮,৫০০ টাকা, ভারতীয় মদ: ৮৫ বোতল।
বিজিবি জানায়, এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচার হচ্ছিল। আটককৃত পণ্য কাস্টমসে জমা এবং মাদকদ্রব্য ধ্বংসের প্রক্রিয়া চলছে। স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।