অনলাইনশ্যামনগরসাতক্ষীরা জেলা

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে ও গাজী আল ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সেক্রেটারী মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, রিপোর্টাস ক্লাবের আহবায়ক জি এম খলিলুর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইসলাম ইমন, সিনিয়র সাংবাদিক প্রকৌশলী আফজালুর রহমান, হুসাইন বিন আফতাব সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে শ্যামনগরের শতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে যারা বক্তব্য দেখেছেন বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ঐ দিন কঠিনভাবে চাঁদা গ্রহণ নির্যাতিত ব্যক্তির পক্ষে যে ভিডিও ধারণ করেছিল তার অপরাধে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে। আমরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ‌।

শ্যামনগরের সাংবাদিক সমাজ চাঁদাবাজি, দূর্নীতি ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *