কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবনে আগুন
এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা চত্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। শিক্ষক ও এলাকাবাসীরা এসে আনগুনন নেভাতে সহায়তা করেন। তাৎক্ষণিক ইউএনও জহুরুল ইসলামসহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
কম্পিউটারের আইপিএস এর ব্যাটারির স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম। তারা জানান- প্রাথমিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যাপক ধোয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও সেটি বেশি নয় বলে তারা জানান।
আগুনে অনেক কাগজপত্র পুড়ে গেছে বলে দেখা গেছে।