কলারোয়ার কেড়াগাছিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মেহেদী সোহাগ, কলারোয়া: কলারোয়ার কেড়াগাছি সোনামাটি যুবসংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কেড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কলারোয়ার আঠুলিয়া ফুটবল একাদশ ও সাতক্ষীরা এসএম ক্লাব ফুটবল একাদশ।
প্রথমার্ধে আঠুলিয়া দল একটি গোল করে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে সমতা ফেরায় সাতক্ষীরা এসএম ক্লাব। শেষ পর্যন্ত টাইব্রেকারে ১ গোলে জয় পায় আঠুলিয়া ফুটবল একাদশ।
খেলাটি উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। সভাপতিত্ব করেন কেড়াগাছি সোনামাটি যুবসংঘের সভাপতি হাসানুজ্জামান হাসান।
বিশেষ অতিথি ছিলেন কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, বিএনপি নেতা নাজমুল হোসেন, কেড়াগাছি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার শাহাজান কবির, সাংগঠনিক সম্পাদক ডাক্তার সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আবদুল লতিফ, ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, প্রভাষক সাংবাদিক আরিফ মাহমুদ, সোনামাটি যুবসংঘের সাধারণ সম্পাদক শাহিন সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।খেলাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আক্তারুজ্জামান ও সাবেক মেম্বার তৌহিদুজ্জামান।
মাঠের রেফারি ছিলেন সাতক্ষীরা রেফারি এসোসিয়েশনের ফিরোজ আহমেদ স্বপন।উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেন বিখ্যাত শ্রী শ্রী হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রয়ণ। এই টুর্নামেন্ট চলবে পরবর্তী কয়েকদিন ধরে, যেখানে অংশ নেবে মোট ৮টি স্থানীয় ফুটবল দল।