সাতক্ষীরায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আবাদের হাটে চিশতি’র পথসভা ও লিফলেট বিতরণ
গাজী হাবিব: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরার আবাদের হাটে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় সাতক্ষীরার সদর উপজেলার আবাদের হাট বাজার এলাকায় সদর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহে অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।
আগরদাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ তাজকিন আহমেদ চিশতি।
এ সময় তিনি বলেন, দলীয় মনোনয়ন পাই বা না পাই, বটবৃক্ষের মতো জনগণের পাশে থেকে সেবা করতে চাই। দল যাকে ধানের শীষের মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করব।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন, সদর থানা বিএনপির সহ সভাপতি আবু বকর সিদ্দীক, আগরদাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, বাশদহ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, শিবপুর ইউনিয়ন কৃষকদলের সাবেক আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য নজরুল ইসলাম, বৈকারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, ঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন, বিএনপি নেতা ইয়াকুব আলী, ধুলিহরর ইউনিয়ন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল গফফার, ঘোনা ইউনিয়ন কৃষক দলের সাবেক আহ্বায়ক সাইফুজ্জামান মিলন, শিবপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল জলিল এবং সাবেক ছাত্রনেতা শামীম মল্লিক।
পথসভা শেষে আবাদের হাটে আগত বিভিন্ন ব্যবসায়ী, ব্যবসায় প্রতিষ্ঠানসহ ক্রেতা- বিক্রেতাদের মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমার্থকদের সাথে মতবিনিময় করেন।