সাতক্ষীরার সীমান্ত থেকে বিজিবির অভিযানে মদসহ ৫.৪১ লক্ষ টাকার চোরাচালানি পন্য জব্দ
গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫ লাখ ৪১ হাজার টাকার ভারতীয় মদ, শাড়ি ও ঔষধসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী, হিজলদী, বৈকারী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা এবং ঝাউডাঙ্গা বিওপি ও ক্যাম্পসমূহের আওতায় একযোগে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার কাদপুর এলাকা থেকে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ ছাড়া কলারোয়ার গেড়াখালী, ভাদিয়ালী, কালিয়ানী, হিজলদী, বলদঘাটা, তেতুলবাড়ি ও ফকিরপাড়া এলাকা থেকে ভারতীয় শাড়ি ও বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫,৪১,০০০ টাকা।
বিজিবি জানায়, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছিল। চোরাচালানের মাধ্যমে দেশের রাজস্ব হানি হচ্ছে এবং স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানায় সংস্থাটি।
জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা বিজিবির এমন কার্যকর অভিযানকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।