অপরাধআইন আদালতশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে সেনা অভিযানে অ’স্ত্র-গু’লি সহ আ’ট’ক- ৩

ইসমাইল হোসেন, শ্যামনগর: শ্যামনগর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি সহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ভেটখালী বাজারে কুতুব উদ্দীনের চায়ের দোকানে এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি একনলা বন্দুক, ১৪ রাউন্ড শর্টগানের গুলি, ৩টি বাটন ফোন ও ৩টি স্মার্টফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের আবু দাউদ গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামের আঃ সবুর শেখের ছেলে আলমগীর হোসেন বাবু (৩৬) এবং গোলাখালী গ্রামের মৃত গিয়াস উদ্দীন মোল্যার ছেলে জামিরুল ইসলাম জামু (৫৫)।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেল ৫টায় তাদের এবং জব্দকৃত আলামত শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিনজনের বিরুদ্ধে চোরাচালান, মানবপাচার, অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *