অনলাইনঅপরাধআইন আদালতআন্তর্জাতিকসদরসাতক্ষীরা জেলা

ভোমরা স্থলবন্দরে বিজিবি’র অভিযানে মাদকসহ ট্রাক ও দুই আসামী আটক

গাজী হাবিব: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের চেকপোস্টে বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও একটি বাংলাদেশি ট্রাকসহ দুইজনকে আটক করেছে বিজিবি। অভিযানে জব্দ করা হয় ভারতীয় ২ বোতল মদ, একটি থ্রি-পিস এবং প্রায় ৬০ লক্ষ টাকার একটি ট্রাক।

বুধবার (৭ আগস্ট) সকাল ১১টাW ৩৩ বিজিবির অধীনস্থ ভোমরা বিওপি কর্তৃক পরিচালিত এ অভিযানে ট্রাকচালক মো. বিল্লাল হোসেন (৩৫) ও সহকারী চালক শ্রী মহেন্দ্রনাথ সরকার (৬০) কে আটক করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় অবস্থান নেন এবং ভারত থেকে খালি ফিরে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব চোরাচালানী পণ্য উদ্ধার করেন। ট্রাকটি (নং যশোর-ট-১১-২০৩০) ঘোজাডাঙা বন্দরে রপ্তানি মালামাল পৌঁছে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল।

জব্দকৃত পণ্যের বাজারমূল্য ভারতীয় মদ ৩ হাজার টাকা, থ্রি-পিস ৬ হাজার টাকা এবং ট্রাকের মূল্য ৬০ লক্ষ টাকা। মোট সিজার মূল্য দাঁড়ায় ৬০ লাখ ৯ হাজার টাকা।

বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত পণ্য ও ট্রাকসহ আসামিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *