অনলাইনসদরসাতক্ষীরা জেলা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় পুনাকের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরার উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ আগস্ট) সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। পাশাপাশি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন পুনাক, সাতক্ষীরা’র সভানেত্রী ডা. রোকেয়া আখতার।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিশুদের মাঝে দেশপ্রেম, ইতিহাসচেতনতা এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য। সৃজনশীল বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মেধাবীদের স্বীকৃতি তাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে।” তিনি জানান, ভবিষ্যতেও পোনাক সাতক্ষীরা এ ধরনের গঠনমূলক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, পোনাকের সহ-সভাপতি মো. উম্মে হানি বিনতে কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর ও মো. শফিকুল ইসলাম, ডিআইও-১ মো. হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ (সাতক্ষীরা থানা) মো. সামিনুল হক, আরআই মো. মোস্তফা কামাল, আরও-০১ রিজার্ভ অফিস মো. মিরাজুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিযোগী শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *