অনলাইনকালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের কাঠুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি ড. মিজানুর রহমান

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাটুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার নিয়মিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও মিডিয়া বিষয়ক সম্পাদক ডক্টর মিজানুর রহমান।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসের কার্যালয়ে ৯ সদস্যবিশিষ্ট কমিটির গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ড. মিজানুর রহমান ৭ ভোট পেয়ে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, একই কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম পেয়েছেন ২ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন।নির্বাচনে সহযোগিতায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড় শিমলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।নির্বাচন পরবর্তী সময়ে উপস্থিত ছিলেন মাদরাসার সুপার মাওলানা মোঃ আফতাবুজ্জামান, রতনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ক্বারী মোঃ আফতাবুজ্জামান ও সেক্রেটারি মাওলানা মোঃ মোশাররফ হোসেন, রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক আমির হামজা ও সদস্য সচিব মারুফ হাসান, রতনপুর ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু হাসান মিসবাহ এবং বিশিষ্ট সমাজসেবক ও রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি ড. মিজানুর রহমান মাদরাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তার নেতৃত্বে মাদরাসা আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *