আশাশুনির বুধহাটায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রিয়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা
বিশেষ প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের নির্দেশনায় বিজিবি, উপজেলা প্রশাসন, ঔষধ প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে বুধহাটা বাজারের মেসার্স ইনসাফ মেডিসিন কর্ণারকে ২০ হাজার এবং জনসেবা ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম, ঔষধ পরিদর্শক মো. বাশারাফ হোসেন ও স্থানীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।