কালিগঞ্জে শিশু ও যুবদের সুরক্ষায় ত্রৈ-মাসিক সভা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জে শিশু ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৬ই আগস্ট ) বেলা ১১টায় উপজেলার ভাড়া শিমলা ইউনিয়ন পরিষদের হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্স-এর আয়োজনে এবং টিডিএস-এর সহযোগিতায় স্প্রিট কল প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউপি’র প্যানেল চেয়ারম্যান নিজামুদ্দিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর আহকাম সাইফুল্লাহ।
এসময় তিনি বলেন,বর্তমান সময়ে শিশু ও যুবদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরিবার প্রতিষ্ঠান ও সমাজ সব জায়গায় সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে আমরা একটি নিরাপদ সমাজ গড়তে পারি। ত্রৈমাসিক এই সভাগুলো হচ্ছে ইউনিয়ন পর্যায়ে শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক অগ্রগতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।সভায় ইউনিয়ন কমিটির ১১ জন সদস্য অংশগ্রহণ করেন।
আলোচনায় স্থানীয়ভাবে শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিয়ে, কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।