সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে বিজয় মিছিল
স্টাফ রিপোর্টার: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জজ কোর্টের সামনে জেলা কার্যালয়ের সামনে থেকে এই বিজয় মিছিল শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে এক আলোচনায় মিলিত হয়।
বিজয় মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাতক্ষীরা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক। তিনি বলেন, এই বিজয় মিছিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতীক। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব।
এ সময় জেলা ও পৌর মৎস্যজীবী দল, সদর থানা মৎস্যজীবী দল এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক বাবলু রহমান, সদর থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মাদ সোহাগ হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি ফজলুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক জিকু রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মোড়ল।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক, সাবেক জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট শেখ শাহরিয়ার হাসিব, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, এবং যুগ্ম আহ্বায়ক এস কে রায়হান।