শাহানাজ শিউলীর কবিতা: নব সূর্যোদয়
নব সূর্যোদয়
শাহানাজ শিউলী
দীর্ঘ অধীরতায় অপেক্ষারত
নবোদিত সূর্যোদয়ে-
রংধনুর সাত রঙের ভাঁজে ভাঁজে
মুক্তি- উচ্ছলতার ঢেউ।
ভাঙা গড়ার এক নতুন রূপান্তর
অন্তরীক্ষের হৃদপিণ্ড ছিড়ে ভেসে আসে
সুখের বারতা-
বাসন্তী আঁচল ঢেকে দেয় আঁধারের কালোরাহু
ভোরের আলোক রশ্মি ছড়িয়ে পড়ে চারদিক।
অভিসারী বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
অঙ্কুরোদগম হয় সবুজে
নব সূর্যোদয়ে উর্বরিত মাতৃভূমি ।
–কবি পরিচিতি: শাহানাজ শিউলী, আড়পাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ।