তালায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি, তালা: জাতীয় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকারের সভাপতিত্বে সভায় স্বাগত নিবন্ধন পাঠ করেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দিন, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশ সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহামুদুল হক, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, জামায়াতে ইসলামী তালা উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা সরকারি কলেজের প্রভাষক নুরে আলম আকন্দ জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল ইসলাম লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, ছাত্র প্রতিনিধি এস এম মুরাদুল হক, মোঃ হাসিবুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আল জামানুল বান্না, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, আকবর হোসেনসহ অনেকে।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাওহিদুর রহমান।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এপি (ইঞ্জিনিয়ার) রেজাউল করিম।