অনলাইনধর্মসদরসাতক্ষীরা জেলা

ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ফাউন্ডেশনের সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান।

এসময় তিনি বলেন আমরা দীর্ঘদিন যাবত আমাদের নায্য অধিকার হারিয়ে ফেলেছিলাম, কথা বলার অধিকার, বাড়ি থেকে বের হওয়ার পরে আবার জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবো কিনা সন্দেহে ছিলাম, মিডিয়ার কর্মীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে নির্যাতন জেল জুলুম ভোগ করতে হয়েছে।

তারা সর্বস্তরে দুর্নীতি আর ধ্বংসস্তূপে পরিণত করেছে দেশটাকে। আলেমদেরকে তারা অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী বানিয়ে নাটক সাজিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছে। এই জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশাপাশি আলেম-ওলামাদের ভূমিকা কোন অংশে কম ছিল না।

আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার আবুল কালাম আজাদ, এফ,এস আজিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মডেল কেয়ারটেকার শেখ মাহবুবুর রহমানসহ সদর উপজেলার পার্শ্ববর্তী মসজিদের ইমামবৃন্দ।

শুরুতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন হা. কুতুবুদ্দীন। সকাল হতে জুলাই শহীদের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতমের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। দোয় ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার আবুল কালাম আজাদ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামে ফাউন্ডেশনের এফ,ও মোঃ হাসানুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *