অপরাধসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা সদর থানা মসজিদের ইমামকে পরিবর্তনের দাবিতে পুলিশ সুপারের কাছে অভিযোগ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের ইমাম আব্দুল্লাহকে পরিবর্তনের দাবিতে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার দুপুরে মসজিদের মুসুল্লীদেরপক্ষে ডা: মো: রেজাউল ইসলাম এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ বলা হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে অত্র মসজিদে নামাজ আদায় করি। এ পর্যন্ত কয়েকজন ইমাম মসজিদে দায়িত্ব পালন করেছেন। কিন্তু মসজিদের বর্তমান ইমাম মাও: আব্দুল্লাহ’র নিয়োগের পর থেকে প্রায়ই তার বিরুদ্ধে নানান অপকর্ম মুসুল্লীদের চোখে ধরা পড়ছে। গত কয়েকদিন পূর্বে বেলা ১১টার দিকে হটাৎ ইমাম আব্দুল্লাহ লুঙ্গি পরে এবং গেঞ্জি গায় দিয়ে মসজিদে এসে দ্বিতীয় তলায় ঘোরাঘুরি করতে থাকেন। এসময় একজন মহিলা আসলে তাকে নিয়ে দ্বিতীয় তলায় ঘরের মধ্যে যাওয়ার সময় মসজিদের ঝাড়ুদার মো: আতিয়ার রহমান দেখে বাধা দেন। এতে ইমাম তার উপর ক্ষিপ্ত হন। এছাড়া মুসুল্লীদের সাথে খারাপ আচারণ করেন।

ইতোপূর্বে ইমাম মাও: আব্দুল্লাহ মুন্সিপাড়া জামে মসজিদে থাকাকালিন নানা মসজিদের অর্থ তছরুপসহ নানান অপকর্মে জড়িয়ে পড়েন। এঘটনায় মুসজিদের একজন মুসুল্লী আদালতে মামলা করে তাকে চাকুরিচ্যুত করেন।

পরবর্তীতে মন্টু সাহেবের মসজিদের ইমাম থাকালিন সময়ে নিজের শালিকার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এছাড়া মসজিদের অর্থও আত্মসাথের অভিযোগও ধরা পড়ে। অভিযোগের পর সেখান থেকে তাকে চাকুরিচ্যুত করা হয়। এরপর কৌশলে সদরথানা জামে মসজিদে যোগদান করেন তিনি। তার এই অপকর্ম সাতক্ষীরা শহরের মানুষ অবগত আছেন। ধীরে ধীরে মাও: আব্দুল্লাহ’র চারিত্রিক ত্রুটিসহ নানা অপকর্ম মুসুল্লীদের চোখে ধরা পড়ায় মুসুল্লীরা ওই ইমামের পিছনে নামাজ পড়তে অনাগ্রহ প্রকাশ করছেন। ইতোমধ্যে অনেকে মুসুল্লী অন্য মসজিদের যাওয়া শুরু করেছেন। অবিলম্বে ইমাম মাও: আব্দুল্লাহ’র অপসারন করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে মুসুল্লীদের পক্ষ থেকে।

এবিষয়ে অভিযুক্ত ইমাম মাও: আব্দুল্লাহ’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা। মসজিদের পূর্বের কমিটির কিছু ব্যক্তি এটি ছাড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *