সাতক্ষীরায় হাজী পুনর্মিলন: বিজয়ী হাফেজদের জন্য ওমরাহ হজের ঘোষণা
গাজী হাবিব: পবিত্র হজ পালনকারীদের মধ্যে আত্মশুদ্ধির চেতনা জাগিয়ে রাখতে এবং হজের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলনের লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো হাজী পুনর্মিলন-২০২৫।
শনিবার (২ আগস্ট) দুপুরে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের আয়োজনে এক হৃদয়গ্রাহী ও আধ্যাত্মিক পরিবেশে এ পুনর্মিলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু ইউসুফ এবং সঞ্চালনা করেন মোয়াল্লেম মোঃ আব্দুর রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন— সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা ওসমান গনি, মসজিদ মিশনের জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা আব্দুর রশিদ, মাজলিসুল মুফাসসিরীনের জেলা যুগ্ম সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী এবং হাফেজ কল্যাণ পরিষদের জেলা সভাপতি হাফেজ মাওলানা খাইরুল বাশার।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জেলার কৃতি হাফেজদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা।
আবাবিল হজ্জ গ্রুপের পক্ষ থেকে বিজয়ী হাফেজগণকে বিনামূল্যে ওমরাহ হজ পালনের সুযোগ দেওয়ার ঘোষণা অনুষ্ঠানে উচ্ছ্বাসের সৃষ্টি করে।
হাজ্জীগণ এবং জেলার বিভিন্ন আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
বক্তারা বলেন, হজ শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহভীতি, শুদ্ধতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। এই শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
পুনর্মিলন অনুষ্ঠানে হজের অভিজ্ঞতা, প্রাপ্তি এবং তা ধরে রাখার উপায় নিয়ে ছিল নানান আলোচনা, যা অংশগ্রহণকারীদের হৃদয় ছুঁয়ে যায়।